বিনোদুনিয়া

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাই : পরীমণি

দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমণির প্রিয় দল আর্জেন্টিনা। তিনি ভালোবাসেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির খেলা।
২০২৩ কাতার বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান পরীমণি।
পরীমণি বলেন, ‘খেলাধুলা আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। ফুটবল বিশ্বকাপের যে প্রভাব, এর সঙ্গে কিশোর বয়স থেকেই আমি পরিচিত। বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম, সেখান থেকেই গোল বলের প্রেমে পড়ে যাই আমি। এরপর দল হিসেবে পছন্দ করলাম মারাদোনার আর্জেন্টিনাকে।
আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত। বহু বহু ম্যাচ তিনি আনন্দে পূর্ণ করেছেন, মন ভরিয়েছেন। তিনিই এখন আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হবো। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার।’
পরী বলেন, ‘রাজ্য এখন ছোট। ওর জন্য এমনিতেই রাতে জেগে থাকতে হবে। তাই এবারের বিশ্বকাপটি ছেলেকে সঙ্গে নিয়ে দেখতে পারব। এটা ভেবে আনন্দ হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button