স্পোর্টেইনমেন্ট

আমিরাতের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় আর্জেন্টিনার

বিশ্বকাপ শুরু হতে আর তিন দিন বাকি। তার আগেই নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। আরবদের ঘরের মাঠে ৫-০ ব্যবধানে জয় পেল মেসির আর্জেন্টিনা। 
১৭ তম মিনিটে মেসির অ্যাসিস্টে আরব আমিরাতের জালে প্রথম বল জড়ান জুলিয়ান আলভারেজ।
প্রথম গোলের পর যেন আরো নিজেদের আক্রমণের হার আরো বাড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। সেই ধারাবাহিকতায় ২৫তম মিনিটে দলের হয়ে আনহেল ডি মারিয়া দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে আমিরাত ম্যাচে ফেরার জন্য কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। উল্টো ম্যাচের ৬০তম মিনিটে করিয়ার গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
শেষ পর্যন্ত আর কোন গোল না হলে মেসি-ডি মারিয়াদের গোলবন্যার ম্যাচ থামে ৫-০ গোলের বড় জয় দিয়ে।
বিশ্বকাপের আগে স্কালোনির দলের এমন জয়ে উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন সমর্থকেরা। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেসির আর্জেন্টিনা।

Related Articles

Leave a Reply

Back to top button