বিনোদনসাহিত্য ও বিনোদন

এবার হুমায়ুন আহমেদের ভাষায় পরীমনিকে খোঁচা মারলেন মিম !

সোমবার (১৩ নভেম্বর) ছিলো নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন। এদিন শুভেচ্ছা জানিয়ে তারই একটি বাণী ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বাণীটি হলো- ‘মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে।’
আর তার এই পোস্ট ঘিরে আবার শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নানারকম মন্তব্যের ঝড়ে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ডিলিট করেন এই নায়িকা। কিন্তু ততক্ষণে নেটিজেনরা ধরে নিয়েছে, বাণীটি পরীমনিকে খোঁচা দিতেই মিম করেছেন।
পোস্টটির মন্তব্য ঘরে- ‘এখানেও খোঁচা!’, ‘পরীমনিকে খোঁচা দিলেন নাকি?’, ‘পরীমনিরে এভাবে খোঁচা না দিলেও পারতেন!’, ‘পরীমনিকে মাইর দিলেন’, ‘খোঁচা রে’, ‘খোঁচা চলতেই আছে’।
উল্লেখ, কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে মেতেছেন দুই তারকা মিম ও পরীমনি।

ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরী। পাল্টা উত্তরও দেন মিম। তিনি লিখেন, মিথ্যা, মনগড়া, বানোয়াট কথায় রটালে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তিনি।
এই বাকযুদ্ধ কতদূর গড়ায় সেটাই এখন নেটিজেনদের প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Back to top button