জাতীয়

দুরন্ত বিপ্লবকে পিটিয়ে মারা হয়েছে, অভিযোগ তার বোন শাশ্বতী বিপ্লবের

আওয়ামী লীগ নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ কিরেছেন তার বোন শ্বাসতী বিপ্লব।

আজ রবিবার তিনি এই অভিযোগ করে তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসটি নিউজ নাউ বাংলার পাঠকদের জন্য দেয়া হলো।

“যারা জানেন না, তাদের জন্য বলছি- দুরন্ত বিপ্লব কে প্রচন্ডরকম পিটিয়ে মারা হয়েছে।

পোস্টমর্টেম অনুযায়ী, তাকে মাথার পেছনে এবং সারা শরীরে ভারী এবং চ্যাপ্টা কোন কিছু দিয়ে আঘাত করা হয়। আনুমানিক ৪/৫ জন মিলে একসাথে পিটিয়েছে।

ফলস্বরূপ, মাথার পিছনের মগজ থেতলে গেছে। এবং মাথার ভিতরে এবং সারা শরীরে ইন্টারনাল রক্তক্ষরণ হয়ে সে মারা গেছে।

ভাইয়ার মতো একজন নির্বিবাদী মানুষের প্রতি কে এতোটা হিংস্র হতে পারে জানিনা। তবে, আমি এর শেষ দেখে ছাড়বো। আপনারা পাশে থাকবেন আশা করি।”

Related Articles

Leave a Reply

Back to top button