অর্থ-বাণিজ্যব্যাংকিং

ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে: বাংলাদেশ ব্যাংক

আমানত নিয়ে ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেসঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার যে খবর প্রচারিত হচ্ছে সেটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং সঠিক নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ব্যাংকিংখাতের নিয়ন্ত্রক এই সংস্থা জানিয়েছে, ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক দেশবাসীকে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা রাখার অনুরোধ জানিয়ে বলেছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সঙ্কট নেই।

কেন্দ্রীয় ব্যাংক আরও উল্লেখ করেছে, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায় আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button