ফাইনাল ও টুর্নামেন্ট সেরা স্যাম কারেন

ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এবারের মতো পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন স্যাম কারান। শুধু তা-ই নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে এই ইংলিশ অলরাউন্ডারের হাতে।
রবিবার মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা।
রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। পুরো আসরে দুর্দান্ত বোলিং করা ইংলিশ তারকা স্যাম কারেন ফাইনালেও ছিলেন অসাধারণ। ম্যাচে ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট। যার সুবাদে হয়েছেন ফাইনালের সেরা, পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন এই বাঁহাতি অলরাউন্ডার।
ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করে পাকিস্তানের তিন তারকা ব্যাটসম্যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান, টপঅর্ডার শান মাসুদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজকে আউট করেন তিনি। যার ফলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন কারেন। এমন নান্দনিক বোলিংয়ের কারণেই ফাইনালে সেরার পুরস্কার জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন ইংলিশ এই অলরাউন্ডার।
নয়জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল আইসিসি। সেখান থেকে নির্বাচক ও সমর্থকদের ভোটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারেন। তিনি এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।
অতীতের সাত আসরে টুর্নামেন্ট সেরা হন যথাক্রমে, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান, ইংল্যান্ডের কেভিন পিটারসেন, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তবে বিরাট কোহলি ২০১৬ ও ২০২১ সালের আসরে দুইবার টুর্নামেন্ট সেরা হন।