রাজকূট

পদ্মা সেতু দিয়ে চলাচলে লজ্জা পাবেন না, ফখরুলকে পরশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আপনি বরিশালে পদ্মা দিয়ে যাননি, বিমানে চড়ে গেছেন। পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা পাবেন না।’

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আপনার নেতাকর্মীরা কী শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার থেকে বিরত থেকেছেন? তারা সেটা করেননি, পারেননি। আপনি (ফখরুল) শেখ হাসিনার উন্নয়ন উপেক্ষা করতে পারবেন না।

‘আমি বল‌তে চাই, শেখ হা‌সিনার উন্নয়ন সবার জন‌্য। শেখ হা‌সিনার উন্নয়ন ব‌্যবহার কর‌তে আপনারা বাধ‌্য। সড়কপ‌থে এক্সপ্রেসওয়ে বা ছয় লেনের সড়কে গে‌লে সেটাও শেখ হা‌সিনার উন্নয়ন। শেখ হা‌সিনার উন্নয়ন ছাড়া আর কিছু নেই’ বলেন শেখ পরশ।

Related Articles

Leave a Reply

Back to top button