আন্তর্জাতিক

সংক্রমণ বৃদ্ধি, ফের লকডাউনে চীন

করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ চীনের গুয়াংঝু প্রদেশে আবারও লকডাউন জারি করেছে সেখানকার প্রশাসন।
এক কোটি ৩০ লাখ জনসংখ্যার গুয়াংঝুতে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরেই আকস্মিক লকডাউনের সিদ্ধান্ত আসে।
চীনের সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, ওই প্রদেশের প্রায় পাঁচ লাখ বাসিন্দাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। এছাড়া গণপরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এবং কলেজ। গুয়াংঝু থেকে বেজিংসহ অন্যান্য বড় শহরগামী সব বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button