ক্রীড়াঙ্গন

দেশে আসছেন না সাকিব

বাংলাদেশ সময় আজ দিনগত রাতেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পা রাখার কথা জাতীয় দলের। তবে সেই বহরে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান।

অ্যাডিলেড থেকে রাজধানী ঢাকার বিমান না ধরে টাইগার অধিনায়ক যাবেন যুক্তরাষ্ট্র । প্রায় সবারই জানা, তার স্ত্রী ও সন্তানরা সেখানেই থাকেন। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতেই সাকিবও যুক্তরাষ্ট্রই যাচ্ছেন।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, অধিনায়ক সাকিব একা নন। দলের কয়েকজন ক্রিকেটার ঢাকা ফিরছেন না। তারা কদিন পরে আসবেন। এদিকে ৪-৫ জন কোচিং স্টাফও নিজ নিজ দেশে ছুটিতে যাবেন।

তবে কেউই বেশি সময় ছুটিতে থাকতে পারবেন না। কারণ আগামী মাসেই ভারতের সঙ্গে ওয়ানডে আর টেস্ট সিরিজ। ২ ম্যাচের টেস্ট আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকা আসবে ভারতীয়রা।

Related Articles

Leave a Reply

Back to top button