ক্রীড়াঙ্গন
১২৭ রানেই থেমে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতলেই সেমিফাইনাল। এমন সম্ভাবনায় অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশে ৮ উইকেটে সংগ্রহ করে ১২৭ রান। সেমির লড়াইয়ে জিততে পাকিস্তানের দরকার ১২৮।
শুরুতে লিটন দাসের উইকেট হারালেও বাংলাদেশকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন শান্ত এবং সৌম্য। শান্ত-সৌম্য দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৫০ রান। সৌম্যকে বিদায় করে এই জুটি ভাঙেন শাদাব খান। ঠিক তার পরের বলে সাকিব আল হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাদাব। শান্ত ফিফটি তুলে নিলেও খেলেছেন ধীরগতিতে।
এর আগে দিনের শুরুর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সাউথ আফ্রিকা ১৩ রানে হারায় বাংলাদেশের সামনে আরও একবার উঁকি দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন। আর সেই স্বপ্নকে সঙ্গী করে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ৫ রানে হারায় বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি রোববার সকাল পর্যন্তও বাংলাদেশের কাছে ছিল কেবলই নিয়মরক্ষার। মাঠে নামার ঠিক আগ মুহূর্তে নিয়মরক্ষার ম্যাচটাই হয়ে গেল বাংলাদেশের বাঁচামরার লড়াই।