অপরাধ-আদালত

অস্ত্র মামলায় গোল্ডেন মনিরের জামিন স্থগিত

রাজধানীর বাড্ডা থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন ২৮ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

অস্ত্র মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। মনিরের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান, গত ৩১ অক্টোবর হাইকোর্ট তাকে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। ২ নভেম্বর মনিরের জামিন আজ রোববার পর্যন্ত স্থগিত করেন। আজ শুনানি শেষে ২৮ নভেম্বর পর্যন্ত জামিন স্থগিত করে ওই দিন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করেছেন চেম্বার আদালত।

২০২০ সালের ২১ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে গোল্ডেন মনিরকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button