ক্রীড়াঙ্গন

ইংলিশ প্রিমিয়ার লিগে ১-০ ব্যবধানে জিতেছে ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে মার্কাস র্যাশফোর্ডের একমাত্র গোলে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে ম্যান ইউ।

এ জয়ের মাধ্যমে ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে এরিক টেন হাগের দল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে ১৩তম স্থানে।

জয়সূচক গোলটি চলে আসে ৩৮তম মিনিটেই। কাঁধ দিয়ে বল নামিয়ে মধ্য মাঠের খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসন বাড়ান দূরের পোস্টে থাকা র্যাশফোর্ডকে। তাকে একটি ডিফেন্ডার মার্ক করে রাখলেও অনেকখানি লাফিয়ে উঠে হেডে বলটি জালে জড়ান এই ফরোয়ার্ড। এ গোলের মাধ্যমে রেড ডেভিলসদের হয়ে ব্যক্তিগত গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন র্যাশফোর্ড।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউনাইটেডের রক্ষণে চাপ দেয় ওয়েস্ট হ্যাম, কিন্তু তাতেও গোল পায়নি দলটি। শেষ পর্যন্ত নিজেদের মাঠে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

Related Articles

Leave a Reply

Back to top button