ক্রীড়াঙ্গন

অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান

নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে জয় পেলো পাকিস্তান।

আজ অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে পাকিস্তানি বোলারদের তোপের মুখে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান করে নেদারল্যান্ডস।

আর নেদারল্যান্ডসের করা ৯১ রান তাড়া করতে গিয়েও বেশ ভুগতে হয়েছে পাকিস্তানকে। ৪টি উইকেট হারাতে হয়েছে। খেলতে হয়েছে প্রায় ১৪ ওভার। সবচেয়ে বড় কথা, এই ম্যাচেও রানে ফিরতে পারেননি অধিনায়ক বাবর আজম। তবুও শেষ পর্যন্ত ৩৭ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।

নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। পুরো ২০ ওভার খেলেও নেদারল্যান্ডস শতরান করতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন। নেদারল্যান্ডসের ইনিংসে কোনো ছক্কা ছিল না। পাকিস্তানের শাদাব খান ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।

Related Articles

Leave a Reply

Back to top button