‘জামায়াতপন্থি’ বিডিপির নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন
নির্বাচন কমিশনের কাছে, নিবন্ধন চেয়ে ইসিতে ‘জামায়াতপন্থি’ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) আবেদন করেছে।
বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়।
প্রতিনিধি দলটি আবেদনে ৫০ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট সংযুক্ত করেছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আমরা নিবন্ধনের সব শর্ত পূরণ করেই বিডিপির আবেদন জমা দিতে এসেছি। আশা করি, আমরা ইসিতে নিবন্ধিত হবো এবং আমরা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত হবো। আমরা প্রায় ৫০ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট এনেছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভুল কথা অনেকেই বলতে পারেন। এটা একটা নতুন দল। আমার সঙ্গে যারা আছেন তারা নতুন প্রজন্মের। বিভিন্নভাবে তাদের সংগ্রহ করছি। এখানে কারো কোনো দলের লেজুড়বৃত্তি বা সহযোগিতা ফিল করি না। জামায়াতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।
জাতির পিতা, বাংলাদেশ সংবিধান মানেন জানিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু তো জাতির পিতা। সংবিধানের প্রতিটি শব্দকেই আমরা সম্মান করি। সেটাকে লালন করেই আমরা রাজনীতি করেন বলে দাবি করেন তিনি।