ঘূর্ণিঝড়ের কারনে শাহজালালে নামতে পারেনি ২ আন্তর্জাতিক ফ্লাইট

বৈরী আবহাওয়ার কারণে সোমবার (২৪ অক্টোবর) দুটি আন্তর্জাতিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে নিরাপদে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইট দুটি।
বিমানবন্দর সূত্র জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঢাকার আবহাওয়া অনুকূলে নেই। তাই সোমবার সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইনসের চেন্নাই থেকে ঢাকাগামী একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইটও সন্ধ্যা ৭টায় সিলেটে অবতরণ করেছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনসের একটি কার্গো উড়োজাহাজ চীনের গুয়াংজুতে অবতরণ করেছে।
এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন বা অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে বাতিল করা হয়েছে এসব গন্তব্যের ৬০টি নির্ধারিত ফ্লাইট।



