
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। পেনি মর্ডান্ট সরে যাওয়ায় যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। খবর: বিবিসি।
সোমবার (২৪ অক্টোবর) এক টুইটে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট।
এর আগে, রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন হেবিওয়েট প্রার্থী যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার সরে দাঁড়ানোর পর সুনাক ও মর্ডান্টের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু এক পর্যায়ে মর্ডান্ট তার সহকর্মী এমপিদের প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোন বাধা থাকলো না।
সুনাকের পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়।
উল্লেখ্য, বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর দিন কয়েক আগে পদত্যাগ করেন তিনিও। এর আগে লিজের সঙ্গে প্রধানমন্ত্রী হতে লড়াই করেন ঋষি সুনাক। সে যাত্রা হেরে যান তিনি।

