Leadজাতীয়

প্রশ্নফাঁসে বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রার্থীদের বিক্ষোভ,বিমানের ৫ কর্মকর্তা গ্রেফতার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফলে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। পরবর্তীসময়ে এ পরীক্ষার তারিখ নির্ধারণ হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে বিমান।

এদিকে, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।

এদিকে, পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান।

Related Articles

Leave a Reply

Back to top button