রাজকূট

বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু: জিএম কাদের

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের অমন্ত্রণে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনার এর বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান। এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও ব্রিটিশ হাই কমিশনার বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।

এসময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন এর সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টম বার্গী ও হাই কমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ।

Related Articles

Leave a Reply

Back to top button