টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

কার্দিনিয়া পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দাসুন শানাকা। যদিও এই মাঠে দিনের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করা দলই এর আগে বড় ব্যবধানে জিতেছে। সে কারণেই লঙ্কান অধিনায়ক হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।
টস করার সময় সঞ্চালক ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে জিজ্ঞাসা করলো, আপনি কী টস হেরে যাবেন বলে আশা করেছিলেন? হেসে এডওয়ার্ডস বলেন, ‘আমরা আসলে এসবের দিকে তাকাচ্ছি না।’
শ্রীলঙ্কা একাদশ হয়ে খেলছেন, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, মহেস থিকসানা এবং লাহিরু কুমারা।
অন্যদিকে নেদারল্যান্ডস একাদশ হয়ে খেলছেন, ভিক্রমজিত সিং, ডেভিড ও’দাউদ, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ফন মারউই, টিম ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেন।