বিনোদুনিয়া
জন্মদিনে থাকছে নতুন চমক : পরী

ঢালিউডের গ্লামারখ্যাত চিত্রনায়িকা পরী মণির জন্মদিন আগামী ২৪ অক্টোবর । প্রতিবার এই দিনটি বেশ ঘটা করে পালন করেন । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও জন্মদিনে নতুন কিছু চমক থাকছে বলে জানিয়ছেন পরী মণি।
পরী বলেছেন, ‘প্রথমে ভেবেছিলাম জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সি রাজ্যকে নিয়ে এত কিছু সামাল দেব কীভাবে। আর রাজ্যর বাবা রাজের তো শুটিং থাকে। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। আমার মন খারাপ হবে। নিজেকে তো কষ্ট দেওয়া যাবে না।’
পরী জানান, ‘আগে তো নানুকে নিয়ে কেক কাটতাম। এখন চার জন হয়েছি। নানু আছেন, রাজ আছে, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’
সম্প্রতি পরী মণি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। ‘প্রীতিলতা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর আবারোও চলচ্চিত্রে ফিরবেন আলোচিত এই চিত্রনায়িকা।