বিনোদুনিয়া
সেঞ্চুরী করলেন অভিনেত্রী মিম

হঠাৎ কোনো অভিনেত্রীর সেঞ্চুরি হাঁকানোর কথা শুনতে অবাক হওয়ারই কথা। কেননা সেঞ্চুরি শব্দটি ক্রিকেট খেলোয়ারদের জন্যই বেশি ব্যবহৃত হয়। কিন্তু সত্যিই এবার সেঞ্চুরি হাঁকালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে লাইফ সেঞ্চুরি বা খেলার সেঞ্চুরি নয়। মূলত তার অভিনিত ‘‘পরাণ’’ সিনেমাটি ১০০ দিনেরও বেশি সময় ধরে চলছে প্রেক্ষাগৃহে। তাই বলা হচ্ছে প্রেক্ষাগৃহে সেঞ্চুরি হাঁকালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
কোরবানি ঈদ উপলক্ষে গত ১০ জুলাই মুক্তি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পরাণ’ ছবিটি। সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মিম। দর্শকের করতালি ও প্রশংসায় ভেসেছেন এই তারকা। তার সুনিপুণ অভিনয় দক্ষতা ‘পরাণ’-এর এই পথচলাকে করে তুলেছে আরও মসৃণ।
‘পরাণ’-এর এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত মিম। সেই উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে তিনি বলেন, “খুবই ভালো লাগছে। কেননা এতদিন ধরে হলে চলছে এবং সেটা সফলতার সঙ্গে অর্থাৎ হাউজফুল চলছে সিনেমাটি। এর আগে হয়ত অনেক ছবি এরকম থাকতে পারে কিন্তু এরকম দর্শকপ্রিয়তা, ব্যবসাসফল হয়ত ছিল না। আমি মনে করি ‘পরাণ’ একটি ইতিহাসের নাম।”
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’। কেন্দ্রিয় চরিত্রগুলোর একটিতে অভিনয় করেছেন মিম। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ছবির প্রযোজক লাইভ টেকনোলোজিস। রায়হান রাফী নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন শাহাজাহান সৌরভ ও রাফী নিজেই।
এদিকে আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে মিম অভিনিত নতুন সিনেমা ‘দামাল’। ‘পরাণ’ এর মতো ‘দামাল’ ছবিকেও দর্শক ভালোভাবে নিবেন বলে প্রত্যাশা করছেন।