খেলা

এক স্ট্যাটাসেই এক মাস নিষিদ্ধ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় পেসার মেহেদী হাসান রানাকে এক মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার তার শাস্তির বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায়, বিসিবিতে নিবন্ধিত কোনো ক্রিকেটারের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় সংবাদপত্রে এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য মনে হয়েছে।

গত ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রানা লেখেন- যোগ্য মানুষ যোগ্য জায়গায় না থাকলে কাজ হবে না।

কেন তিনি এমনটি লেখেন- খোঁজ নিয়ে জানা যায়, ৫ অক্টোবর ভারত সফরের জন্য চার দিন ও এক দিনের ম্যাচের জন্য আলাদা দুটি দল ঘোষণা করে বিসিবি। কোনো সংস্করণের দলেই ছিলেন না বাঁহাতি পেসার রানা।

কিন্তু বিসিবির একজন নির্বাচক রানাকে ফোন করে ‘এ’ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা বলেন। পরদিন থেকে অনুশীলন শুরু হলেও সেখানে রাখা হয়নি রানাকে। রানা তখন ওই নির্বাচককে ১০-১২ বার ফোন করেন কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তাই ওই নির্বাচককে ইঙ্গিত করে রানা ফেসবুকে স্ট্যাটাস দেন।

জাতীয় লিগের চলতি আসরে চট্টগ্রামের হয়ে খেলছেন রানা। প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন তিনি। এক মাসের নিষেধাজ্ঞার কারণে লিগে আর খেলা হবে না তার।

বিবৃতিতে আরও বলা হয়, রানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তিনি বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে নিজের দোষ স্বীকার করে নেন। যেহেতু তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, সেহেতু তাকে এক মাসের নিষেধজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলতে পারবেন।

Related Articles

Leave a Reply

Back to top button