ক্রীড়াঙ্গন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড; ম্যাচে বৃষ্টির বাগড়া

ওয়েস্ট ইন্ডিজকে এবার খেলতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে। এখান থেকে দ্বিতীয় রাউন্ডে টিকিট নিতে হবে তাদের।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে দলটির বিশ্বকাপ যাত্রা, যারা গত বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। বেলেরিভ ওভালে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ন নিকোলাস পুরান। প্রথমে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। 

ব্যাট হাতে স্কটল্যান্ডকে ভালো শুরুই এনে দিয়েছেন দলের দুই ওপেনার জর্জ মানসি এবং মাইকেল জোনস।  তবে ম্যাচে বাগড়া বাধে বৃষ্টি। ম্যাচের ৫.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির জন্য খেলা স্থগিত করা হয়।   প্রায় ৪৫ মিনিট বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবারও ম্যাচ মাঠে গড়ায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কটল্যান্ডের সংগ্রহ ১৫.১ ওভারে ৪ উইকেটে ১১৭ রান।

 

Related Articles

Leave a Reply

Back to top button