বিনোদুনিয়া

যুক্তরাষ্ট্রে না যাওয়া প্রসঙ্গে যা বললেন পূজা!

পরী’ নামের একটি ওয়েব ছবির জন্য আটকে পড়েছেন পূজা চেরি। এ কারণে ভিসা পেয়েও যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন তিনি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েও সেখানে না যাওয়া বিষয়ে পূজা আরো বলেন, ‘পরী ওয়েব ফিল্ম দিয়ে নতুন ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু করব। অবশ্যই আমাকে সেখানে থাকতে হবে। তা না হলে অন্যায় হবে। ওয়েব ফিল্মের প্রচারের অংশ হিসেবে কয়েকদিনের মধ্যে একটি ফটোশুট করব। তা ছাড়া, ওটিটি উদ্বোধনের আগে ১৬ বা ১৭ অক্টোবরের কাছাকাছি একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আমাকে সেখানে থাকতে হবে। সব মিলিয়ে আমি এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।’

শাকিব খানকে নিয়ে গুঞ্জন প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আমি প্রথম থেকেই বিষয়টি এড়িয়ে গেছি। এতে আমার কিছু করার নেই। যতদূর শিল্পী হিসেবে শুধু পেশাগত সম্পর্ক।

প্রসঙ্গত, অভিনেতা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী পূজা চেরির গোপন প্রেমের কথা বেশ কয়েকদিন ধরেই মিডিয়ায় ভাসছে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে তারা বিয়েও করেছেন।

রোববার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্টের ভিসার তিনটা ছবি পোস্ট করেন পূজা। এর ক্যাপশনে লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েছি’। ছবিতে দেখা যায় পূজার মাও পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা। যদিও পরবর্তীতে পোস্টটি মুছে দিয়েছিলেন তিনি।

কিন্তু হঠাৎ করেই জানা গেল পূজা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। এর জন্য দায়ী করা হচ্ছে শাকিবকে জড়িয়ে গুজব।

এখন সিনেমাপাড়ার নতুন গুঞ্জন, শাকিব খান যাচ্ছেন না, সে কারণেই অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাবেন না পূজা।

এসব গুজবের বিষয়ে পূজা গণমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পূর্ণ গুজব।

Related Articles

Leave a Reply

Back to top button