খেলা

কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ক্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার আশা বাঁঁচিয়ে রাখতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

প্রথম পর্বে নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। নিজেদের প্রথম ৩ খেলায় ২টি করে সমান জয়ে ৪ করে পয়েন্ট করে সংগ্রহ আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের। এতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে এই দু’দল। অন্য দিকে এখনো জয় হীন রয়েছে টাইগাররা।

সাম্প্রতিক ফর্র্মের বিচারে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় আশা নেই বললেই চলে বাংলাদেশের। কিন্তু এখনও আশা দেখছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তার মতে, জয়হীন থাকলেও বাংলাদেশ আসলে সঠিক পথেই এগোচ্ছে।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, ‘আমি সকল সমর্থক এবং মিডিয়াকে অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি নিশ্চিত করতে পারি, ছেলেরা দেশের গৌরবের জন্য নিজেদের সেরাটা দিতে চেষ্টা করছে। এই দলে আমাদের মূল্যবোধ হল, বাংলাদেশকে গর্বিত করা এবং ভক্তদের জন্য জয় উপহার দেয়া।’

তিনি আরও বলেন, ‘আমি ধৈর্য্য ধরতে চাই। আমরা এমন একটি দল পেয়েছি যারা ভবিষ্যতে ভালো করবে। আমরাও বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি। আমরা সব কিছুর উত্তর পাবো। ব্র্যান্ডেড ক্রিকেট খেলে আমরা অবশ্যই বাংলাদেশকে গর্বিত করবো।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয় বাংলাদেশের। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র তিনটিতে। নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। নিউজিল্যান্ডের মাটিতে খেলা সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ড দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, মার্ক চাম্পম্যান, ডেন ক্লিভার, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে।

বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টস।

Related Articles

Leave a Reply

Back to top button