খেলালিড স্টোরি

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দলে নেই সাকিব

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান।
অবশ্য গতকাল বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পৌঁছেছেন সাকিব আল হাসান। পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন সোহান। এই ম্যাচে সাকিব না থাকলেও দলে ফিরেছেন হাসান মাহমুদ। আছে নাসুম আহমেদও। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশে রয়েছেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশে আছেন, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

Related Articles

Leave a Reply

Back to top button