অর্থ বাণিজ্যফিচার

নতুন বাজেটে বাড়েনি করমুক্ত আয়সীমা

‘‘আমার বেতন ৪২ হাজার টাকা।  টোটাল এই বেতন থেকেই আমার কর, ট্যাক্স, ভ্যাট কেটে নেয়া হয়। আবার আমি যখন কোনো পণ্য কিনি , সেখান থেকেও কিন্তু আমার ভ্যাট নেয়া হয়।  তাহলে আমি কিন্তু আমার মোট বেতনের পুরো অংশটা পাচ্ছিইনা। যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য কষ্টদায়ক। ’’

কথাগুলো বলছিলেন, ৪৫ বছর বয়সী চাকুরিজীবী মমিনুল ইসলাম।

বাড়েনি আয়কর সীমা

প্রতিনিয়ত জীবনযাপনের খরচ বাড়তে থাকায় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা প্রতিফলিত হলে কম আয়ের পরিবারগুলো জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ কিছুটা পোষাতে পারবে।

কিন্তু দু:খের বিষয় হলো ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও মানুষের জন্য আয়করে কোনো সুখবর নেই। কারণ করমুক্ত আয়সীমা বাড়েনি।

বাড়েনি আয়কর সীমা
বাড়েনি আয়কর সীমা

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব (৯ জুন ২০২২) সংসদে পেশ করা হয়েছে। এর মধ্যে মোট কর ৩ লাখ ৮8 হাজার কোটি টাকা।  অর্থাৎ মোট বাজেটের ৫৭ ভাগ কর।

সে হিসেবে একজন মানুষের মাসিক আয় ২৫ হাজার টাকার বেশি হলেই তাকে আয়কর দিতে হবে।

এ বিষয়ে অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, “এমনিতেই আন্তর্জাতিক প্রভাবে বাড়ছে পণ্যমূল্য। আবার ভ্যাট-ট্যাক্সের কারণেও ক্রেতাকে পণ্য বা সেবার বিনিময়ে দিতে হচ্ছে বাড়তি অর্থ । কিন্তু সে হিসেবে মানুষের আয় কিন্তু বাড়েনি। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পরেছে চাপের মুখে।  কারণ তাদের আয় বাড়ানোর কার্যকর কোনো প্রস্তাব বাজেটে নেই।  মূল্যস্ফীতি সহনীয় করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানো, ভ্যাট কমানো, যাতে দেশীয় বাজারে এসব পণ্যের দাম কমে, সেটা নেই। ’’

আয়কর সীমা বাড়েনি

চাকুরিজীবী মো: তাজউদ্দিন বলেন, ‘‘আমার বেতন ৫০ হাজার টাকা। মাসে খরচ হয় ৩০ হাজার টাকা। কিন্তু এই বাজেট অনুযায়ী আমার খরচ হয়ে যাবে ৫০ হাজার টাকা। তাহলে তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে।’’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান জানান, “রপ্তানি নির্ভর ও অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠান, উভয়ের জন্যই করপোরেট কর কমানো হয়েছে। কিন্তু আমরা নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম বা রেয়াত দেখছি না। সিপিডি খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ও মহামারির কারণে আয় কমে যাওয়ার প্রেক্ষাপটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করেছিল। তবে সেই সুপারিশ আমলে নেওয়া হয়নি।”

গণতান্ত্রিক বাজেট আন্দোলোন এর সভাপ্রধান আমানুর রহমানের মতে, প্রস্তাবিত বাজেট সমাজে আয়বৈষম্য বাড়াবে।

তার মতে, ‘‘ মানুষ ট্যাক্স দিতে চায়না, সেটা কিন্তু না। মানুষ ট্যাক্সও দিতে চায় আর তারা এর বিনিময়ে সেবাও চায়। তাদেরকে সেই সেবা দিতে পারলে তারা অবশ্যই ট্যাক্স দিতে ইন্টারেস্ট হবে। শুধুমাত্র ব্যবসায়িক চেম্বারদের সাথেই কথা বলবে তাই নয়। এ বিষয়ে স্টকহোল্ডারদের সাথে কথা বলা উচিত। তাদের সাথে কথা বলতেও হবে শুনতেও হবে। জাতিয় রাজস্ব বোর্ড এনবিআর কে এ বিষয়ে আরো উদ্যোগি হতে হবে। শুধু মাত্র কর আদায়ে মরিয়া হয়ে উঠলেই হবে না।’’

তিনি বলেন, ‘‘২০২০-২১ অর্থবছরে এনবিআর এই হার ২৫ শতাংশে নামিয়ে আনে। সর্বোচ্চ কর হার বাড়ানো হয়নি। একই ভাবে ধনীদের সম্পদ কর সারচার্জও বাড়ানো হয়নি। এর অর্থ হচ্ছে, ধনাঢ্য করদাতাদের তাদের সম্পদের ওপর কোনো ধরনের বাড়তি সারচার্জ দিতে হবে না। টানা ২ বছর ধরে এনবিআর এই নীতিমালা অপরিবর্তিত রেখেছে। ’’

আয়কর সীমা

গণতান্ত্রিক বাজেট আন্দোলোন (Democratic Budget Movement) মতে :

প্রস্তাবিত বাজেটে,

  • করমুক্ত আয়সীমায় কোন পরিবর্তন নেই। ৩ লক্ষ টাকায় অপরিবর্তিত আছে।
  • সরকারের হিসেবে ৭৫.১০ লক্ষ টিনধারী, কিন্তু ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিল মাত্র ২৯ লক্ষ। নিয়মিত আয়করধারীর সংখ্যা ও আওতা বাড়াতে সরকারের কোনো কার্যকরী রূপরেখা নেই।
  • যে কোন শিক্ষায় ভ্যাট বহাল রাখা সংবিধানের সাথে সাংঘর্ষিক।
  • সরকার বড় ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে করে ছাড় দিয়েছেন।
  • এ প্রস্তাবে সমাজে আয়বৈষম্য বাড়াবে।

আয়কর সীমা

গণতান্ত্রিক বাজেট আন্দোলোন (Democratic Budget Movement) প্রস্তাব:

  • করমুক্ত আয়সীমা নূন্যতম ৪ লাখ টাকা করতে হবে।
  • অতি ধনীর উপর সম্পদ করের সারচার্জ বাড়াতে হবে।
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের টার্নওভার ট্যাক্স কমাতে হবে।
  • এ মুর্হুতে প্রয়োজন নয়, এমন মেগাপ্রকল্পের বরাদ্দের পরিমান কমানো যেতে পারে।

তাদের বক্তব্য করমুক্ত আয়সীমা বাড়ালে অপেক্ষাকৃত কম আয়ের পরিবারগুলো জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ কিছুটা পোষাতে পারবে। তাদের ক্রয়ক্ষমতাকে কিছু পরিমাণে সুরক্ষা দিতে পারবে।

সাধারণ মানুষরাও বলছেন, আয় বাড়ছেনা, কিন্তু কর বাড়ছে। তাই কর দেয়াটা জীবনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।তাই সরকারকে অনুরোধ জানানো হচ্ছে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির জন্য।

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজ নাউ বাংলা.কম

 

Related Articles

Leave a Reply

Back to top button