বিনোদনসাহিত্য ও বিনোদন

মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলিওর বন্ধু এবং দীর্ঘদিনের ম্যানেজার জারেজ পোসি।

তিনি বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

৮০’র দশকের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপ ক্যারিয়ার শুরু করেন কুলিও। ১৯৯৫ সালে যখন তিনি ডেঞ্জারাস মাইন্ডস চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য গ্যাংস্টা’স প্যারাডাইস প্রকাশ করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।

স্টিভি ওয়ান্ডারের ১৯৭৬ সালের ট্র্যাক পাসটাইম প্যারাডাইস গানটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। ১৬টি দেশে পপ চার্টে শীর্ষ স্থান দখল করে এ গানটি। এমনকি ১৯৯৫ সালের জন্য বিলবোর্ডের এক নম্বর গানে পরিণত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button