বিনোদনসাহিত্য ও বিনোদন

ঢাকায় সালমান খানের ভাই সোহেল খান

রাজধানীর বনানীতে সালমান খানের চ্যারিটি প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর ফ্যাশন হাউসের শোরুম উদ্বোধন করেন বলিউড তারকা সালমান খানের ভাই সোহেল খান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে, এ শোরুম উদ্বোধন করতে প্রথমবারের মতো তিনি ঢাকায় এসেছেন এ বলিউড তারকা। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও খানিকটা নেচে সঙ্গ দেন নৃত্যশিল্পীদের।

এ সময় গণমাধ্যমকে তিনি জানান, ঢাকায় প্রথমবারের মতো এই প্রতিষ্ঠানের শোরুম চালু করতে সালমানের পরিবার বেশ খুশি। বনানীর শোরুমটি জনপ্রিয়তা পেলে ফ্র্যাঞ্চাইজিটি আরও কয়েকটি শাখা চালু করবে বাংলাদেশে।

বাংলাদেশের মানুষের প্রশংসা করে সোহেল খান বলেন, এখানে এসে আপনাদের দেখে অসাধারণ লাগছে। কারণ, প্রতিটি মানুষ হাসিখুশি। মনে হচ্ছে সবাই সুখী। আরও মনে হলো, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ, আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!

উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে ‘বিইং হিউম্যান’-এর পথচলা শুরু হয়। এর বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে এর ৫০০টিরও বেশি আউটলেট খোলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button