ক্রীড়াঙ্গন

আসিফ ও ফরিদকে জরিমানা করলো আইসিসি

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আসিফ আলীর উইকেট নিয়ে উল্লাসে মাতেন আফগান বোলার। বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তানি ব্যাটার।

সেখানেই বিতর্ক হয় দুইজনের মধ্যে। এবার সেই আচরণের জন্য শাস্তি পেলেন দুইজনই।

এক বিবৃতিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) আইসিসি জানায়, এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার দায়ে জরিমানা হয়েছে আফগানিস্তানের ফরিদ আহমাদ ও পাকিস্তানের আসিফ আলীকে। দুইজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাদের নামের পাশে।

গত বুধবার সুপার ফোরের ম্যাচটির ১৯তম ওভারের পঞ্চম বলে আসিফের উইকেট নিয়ে তার সামনে গিয়ে উল্লাসে ফেটে পড়েন ফরিদ। তাতেই রেগে যান পাকিস্তানি এই ব্যাটার। তিনি রীতিমতো ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান এবং ডান হাতের কনুই দিয়ে আফগান পেসারের বুকে ধাক্কা দেন। তখন আসিফের দিকে তেড়ে যান ফরিদ। পরে অন্য ক্রিকেটারদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related Articles

Leave a Reply

Back to top button