বাংলাদেশ

জি এম কাদেরের ছিনতাই হওয়া ফোন উদ্ধার

ছিনতাই হওয়ার সপ্তাহ খানেক পর বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন গণমাধ্যমকে জানান, ফোনটি ছিনতাইয়ের পর টানা সাতদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসলাম উদ্দিন বলেন, ছিনতাইয়ের পর ফোনটি চার থেকে পাঁচ হাতে চলে যায়। দেড় লাখ টাকার ফোনটি প্রথমে মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়। এরপর ২০ হাজার ও সর্বশেষ বিক্রি হয় ২২ হাজারে।

এর আগে, গত ৩১ আগস্ট রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির এসি কাজ না করায় গ্লাস খুলে ফোনে কথা বলার সময় এক যুবক ফোনটি ছোঁ মেরে নিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button