খেলা

আসিফের নিষেধাজ্ঞা চান সাবেক আফগান অধিনায়ক

গতকাল (৭সেপ্টেম্বর) এশিয়া কাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে, ১৯তম ওভারে ফরীদ আহমেদের বাউন্সারে যখন নাকাল হলেন আসিফ আলি, তখন প্রায় হাতাহাতি করেই বসেছিলেন এই দুই ক্রিকেটার। এই ঘটনায় সাবেক আফগানিস্তান অধিনায়ক গুলবেদিন নাইব দাবি জানালেন, অবিলম্বে আসিফ আলিকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধ করা হোক!
গুলবেদিন নাইব টুইটারে আইসিসি ও এসিসিকে ট্যাগ করে পোস্ট করেন, ‘এটি আসিফ আলির চরম পর্যায়ের মূর্খতা। টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে নিষিদ্ধ করা উচিত। যে কোনো বোলারের উদযাপন করার অধিকার আছে তবে এমন শারীরিক আচরণ মেনে নেওয়ার মতো না।’
আউট হবার আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন আসিফ। ম্যাচ প্রায় নাগালে চলে আসে এতে। আসিফকে আউট করে তাই একটু বেশিই আক্রমণাত্মক উদযাপন করে ফেলেন ফরীদ। করছিলেন স্লেজিংও। এগিয়ে এসে কিছু একটা বলছিলেন তখনই মেজাজ হারান আসিফ।
কয়েকটি ধাক্কা দেন ফরীদকে। ব্যাট তুলে মারার ভঙ্গীও করেন পাক ‘ছক্কা’ মানব।
এদিকে ম্যাচ শেষে এই ঘটনায় স্টেডিয়ামের মধ্যে আফগান সমর্থকদের পাকিস্তানি সমর্থকদের উপর হামলা করতে দেখা যায়। স্টেডিয়াম প্রাঙ্গণের বাইরেও দুই দেশের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Back to top button