অর্থ-বাণিজ্য

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকে এলইডি লাইট ব্যবহারের নির্দেশ

বিদ্যুৎ খাতে খরচ কমাতে ব্যাংকগুলোকে অধিক বিদ্যুৎ খরচ হয় এমন কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্পের (সিএফএল) পরিবর্তে জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেসঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে বলা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতিবছরে কমপক্ষে একবার সার্ভিসিং করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমনকি জ্বালানি সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি-সংবলিত রেফ্রিজারেটর ব্যবহারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে সব ব্যাংকে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। আর জ্বালানি খাতে ব্যয় কমাতে ব্যাংকগুলোর সিঁড়ি, করিডর, ওয়েটিং রুমে বিশেষ ধরনের মোশন সেনসরনির্ভর লাইটিং ব্যবহার করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button