আন্তর্জাতিক

এ বছরের শুরুতে কলকাতায় যাচ্ছেন মোদী

ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এমনই পরিস্থিতিতে, বছরের শুরুতেই কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১০ কিংবা ১১ তারিখ সফরে যেতে পারেন বলে জানা গেছে।

যদিও এ বিষয়ে এখনও রাজ্য বিজেপির তরফে নিশ্চিত করে কিছু ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, ওই সময়ে মোদি কলকাতায় এসে একদিন থাকবেন। সে সময় তাকে নিয়ে রাজনৈতিক সভার পরিকল্পনা করছেন রাজ্যস্তরের নেতারা। আর পোর্ট ট্রাস্টের কর্মকর্তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার আগমন সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে।
বছরের শেষদিকেই সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতির সই নিয়ে আইনে পরিণত হয়েছে সংশোধিত নাগরিকত্ব বিল। আর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি প্রতিবাদ শুরু হয়েছে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়লেও, পথ দেখিয়েছে বাংলাই। এবং এই মুহূর্তে সিএএ বিরোধী আন্দোলনের সুর সবচেয়ে চড়া এ রাজ্যেই। এই পরিস্থিতিতে মোদির কলকাতা সফর অন্য মাত্রা নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
১০ কিংবা ১১ তারিখ প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে দিয়ে জনসভা করতে চায় রাজ্য বিজেপি। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর এ রাজ্যের উদ্বাস্তু মানুষজন তাকে সংবর্ধনা জানাবেন বলে ঠিক করে রেখেছেন। ফলে যে কোনো একটি অনুষ্ঠানই মোদিকে নিয়ে হবে বলে সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Back to top button