রায়গঞ্জ উপজেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

রায়গঞ্জ উপজেলা সমিতি ঢাকার মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঢাকায় বসবাসরত রায়গঞ্জের পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার অডিটোরিয়ামে, অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সংসদ সদস্য সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ)।
সভায় রায়গঞ্জ সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে ড. মো. রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ার নুরুন্নবী তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সংসদ সদস্য সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ তাড়াশ) নির্বাচিত করা হয়। তাছাড়া উন্নয়ন বিশেষজ্ঞ খন্দকার আরিফুল ইসলামকে অন্যতম উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।