জাতীয়

প্রবাসীদের কল্যাণে প্রবাসবন্ধু হটলাইন ‘১৬১৩৫’ চালু

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ‘১৬১৩৫’ টোল ফ্রি নম্বর দিয়ে‘প্রবাস বন্ধু কল সেন্টার’ নামে হটলাইন চালু করেছে।

বৈদেশিক কর্মসংস্থান ও ঋণ সহযোগিতার জন্য বিভিন্ন তথ্য, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাই বিনা খরচে এখানে কল করে তথ্য সেবা পেতে পারেন।

সেবা গ্রহীতাদের জন্য এই কল সেন্টার ২৪ ঘন্টা খোলা থাকবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এছাড়া বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে এই সেবা পাওয়া যাবে। সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button