২৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিতে পুনর্বহাল ও বকেয়া পরিশোধে এফবিসিসিআইকে হাইকোর্টের রুল

এফবিসিসিআই এর জোরপূর্বক পদত্যাগ করানো ২৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিতে পুনর্বহাল বাণিজ্য মন্ত্রণালয় ও এফবিসিসিআই সভাপতির প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। সেসঙ্গে তাদের বকেয়া পরিশোধের আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তির আদেশও দিয়েছেন হাইকোর্ট।
শুক্রুবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অগাস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আক্তারুজ্জামানের গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশে আরো বলা হয়, আবেদন ৩ মাসের মধ্যে নিস্পত্তির বাণিজ্য সচিব, মহাপরিচালক ও এফবিসিসিআই এর সভাপতির প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবরে, এফবিসিসিআই থেকে ৬২ কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। তাদের দাবি, তৎকালীন পরিচলানা পর্ষদের চাপে, পদত্যাগে বাধ্য হয়েছেন তারা। কয়েকজনকে বেতনের ২০ ভাগ দেয়া হয়, আবার অনেককেই প্রভিডেন্ট ফান্ডের অর্থ ছাড়া আর কিছুই দেয়া হয়নি।