আন্তর্জাতিক

নিউইয়র্কে ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক মঞ্চে বক্তব্য দেয়ার সময় ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর: বিবিসি।

সালমান রুশদির উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’, যাকে মুসলিম বিশ্বের অনেকেই ধর্মদ্রোহী বলে মনে করেন। এই উপন্যাস প্রকাশের পর বছরের পর বছর ধরে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাবেক এই বুকার পুরস্কার বিজয়ী। এ সময় তারা এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখেছেন। ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন।

ঘটনাস্থলে থাকা লোকজন হামলাকারিকে আটক করেছে বলে জানা গেছে। তবে রুশদির অবস্থা বর্তমানে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button