আন্তর্জাতিক
মালিতে আইএসের হামলা, নিহত ৪২ সেনা
ফের আফ্রিকার মাটিতে বড় নাশকতা ঘটাল ইসলামিক স্টেট (আইএস)। পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে আইএস জঙ্গিরা অন্তত ৪২ জন সেনাকে খুন করছে। ( সূত্র : আনন্দবাজার )
সেনাশাসিত মালি সরকার জানিয়েছে, তোসিত শহরের কাছে সোমবার ভোররাতে হামলা চালায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত শতাধিক জঙ্গি। তারা ড্রোনও ব্যবহার করে বলে সরকারি সূত্রের খবর। অতর্কিত হানার জেরে কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় ওই সেনাঘাঁটি। তবে মালির সামরিক জুন্টার দাবি, সংঘর্ষে অন্তত ৩৭ জন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে।
গত বছর পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমা শহরে অতর্কিতে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। সেই সন্ত্রাসে হতাহতের সংখ্যা ছিল শতাধিক। মালির ক্ষেত্রেও একই কায়দায় হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ২০২০-তে মালির শাসনক্ষমতা দখল করে সে দেশের সেনাবাহিনী।