আন্তর্জাতিক

একই সঙ্গে প্লেন ওড়ালেন পাইলট মা-মেয়ে, মুগ্ধ নেট দুনিয়া

ক্যাপ্টেন হলি পেটিটি এবং কেলি পেটিটি সম্পর্কে মা-মেয়ে । এক সাথে এই মা-মেয়ে ফ্লাইট পরিচালনা করলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়,  ডেনভার থেকে সেন্ট লুইস যাওয়ার ফ্লাইটে ক্যাপ্টেন হলি তার মেয়ে কেলিকে পরিচয় করিয়ে দিচ্ছে যাত্রীদের সঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে, মা মেয়ে তাদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই সাউথওয়েস্টের প্রথম মা মেয়ের পাইলট জুড়ি। ’সূত্র: এনডিটিভি

ক্যাপ্টেন হলি ভিডিওতে প্লেন যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। সাউথওয়েস্ট বিমান টিমের নতুন সদস্য, আপনাদের বিমানের প্রথম অফিসার আমার মেয়ে কিলি। ’

হলি আরও বলেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। প্রথমবার যখন আমি এই ক্যারিয়ার বেছে নিই, তখন এর প্রেমে পড়ে যাই। আমার এক সন্তানও এর প্রেমে পড়েছে, সেও বেছে নিয়েছে এই ক্যারিয়ার। ’

যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘হলি আর কেলি কেবল সাউথওয়েস্টে ইতিহাস গড়েনি, তারা সব বাধা ডিঙিয়ে নারী ক্ষমতায়নের দৃষ্টান্তও রেখেছেন। তারা দেখিয়েছেন, সব বয়সেই আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করা যায় এবং পৌঁছে যাওয়া যায় আকাশে। ’

 

Related Articles

Leave a Reply

Back to top button