জাতীয়

চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন ঢাকায়

ঢাকা সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মাসের শুরুর দি‌কে তার এ সফরটি হ‌তে পা‌রে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জা‌না গেছে।
কূটনৈতিক সূত্র বল‌ছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন। বেইজিংয়ের পক্ষ থে‌কে ওয়াং ই’র ঢাকা সফ‌রের জন্য আগস্টের ৫-৬ তারিখ প্রস্তাব করা হ‌য়ে‌ছে।
ত‌বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দি‌তে কম্বোডিয়ার রাজধানী নমপেনে যাওয়ার কথা থাকায় চীনা পররাস্ট্রমন্ত্রীর  সফর‌টি আরও এক‌দিন বা দু‌দিন পিছিয়ে দি‌তে অনুরোধ করা হ‌য়ে‌ছে। সব‌শেষ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন।
জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থাভুক্ত (আসিয়ান) পাঁচ দেশ, মঙ্গোলিয়া, বাংলাদেশসহ বন্ধুপ্রতিম দেশগু‌লো সফরের অংশ হিসেবে ঢাকায় আসার পরিকল্পনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ৫ ও ৬ আগস্ট ঢাকা সফর শেষে ম‌ঙ্গো‌লিয়ায় যে‌তে চান।
কূটনৈতিক চ্যানেলগু‌লো বল‌ছে, রা‌শিয়া-ইউক্রেন যুদ্ধ প‌রি‌স্থি‌তিসহ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিজেদের অবস্থান ধ‌রে রাখ‌তে, বিশেষ ক‌রে দেশ‌টির মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসি‌ফিকে এ অঞ্চল বিশেষ ক‌রে বাংলাদেশকে যোগ করার চেষ্টা চল‌ছে। চীন চায় না ঢাকা মার্কিনীদের ইন্দো-প্যাসি‌ফিকে যোগ দিক। এ নি‌য়ে উদ্বেগও র‌য়ে‌ছে তা‌দের।

Related Articles

Leave a Reply

Back to top button