আন্তর্জাতিক

মস্কোর সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা শেষ: জেলেনস্কি

ইউক্রেনের কৌশলগত বন্দর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে খাদ্যশস্য পরিবহন পুনরায় চালুর ব্যাপারে মস্কোর সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা শেষ হয়ে গেছে। চুক্তির এক দিন পর অঞ্চলটিতে রুশ হামলা চরম বর্বরতা

কথাগুলো বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৪ জুলাই) ওডেসা বন্দরে হামলা চালায় রাশিয়া। এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

জেলেনস্কি বলেন, শস্য পরিবহনের ব্যাপারে যখন একটি চুক্তি হলো, তখনই হামলা চললো। এটি রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির সম্ভাবনাকেও ধ্বংস করে দিয়েছে।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। রাশিয়া এ হামলার মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান জানা দিয়েছে। বিশ্ব যে বলবে তাদের সঙ্গে সংলাপ দরকার, চুক্তি দরকার- দেখুন কী ঘটছে। রাশিয়ান কালিব্র ক্ষেপণাস্ত্র হামলা এ ধরনের সম্ভাবনাকে শেষ করে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button