রাজনীতি

কয়েকটি পদ বাকি রেখে আওয়ামী লীগের কমিটি ঘোষণা

কয়েকটি পদ বাকি রেখে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কমটির সদস্যদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল। প্রথমবারের মতো পদ পেয়ে অর্থ ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন ওয়াসিকা আয়েশা খান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আগের পদেই আছেন।
উপ-দপ্তর সম্পাদক হয়েছেন সায়েম খান; নতুন সদস্য হয়েছেন ডা. মুশফিক, হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা খাতুন, এডভোকেট সানজীদা খানম, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজী, গ্লোরিয়া ঝর্ণা সরকার। পুরোনো সদস্যদের মধ্যে আছেন আবুল হাসনাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চেৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দীন আহমদ কামরান, দীপঙ্কর তালুকদার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আক্তার জাহান(রাজশাহী), ডা. মুশফিক (হবিগঞ্জ), অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং।
তবে কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য, ধর্ম ও একটি সাংগঠনিক সম্পাদক এবং তিনটি সদস্য পদে এখনও নাম ঘোষণা হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button