আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বোমা হামলায় নিহত ৯

দক্ষিণ আফ্রিকার দুই প্রদেশে পৃথক বন্দুক হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছে হয়েছে। খবর: আলজাজিরার।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ থেম্বেলিহলে একদল লোক রাস্তার পাশে খেলছিল।

ওই সময় তাদের ওপর হামলা চালায় অস্ত্রধারীরা।

গতকাল রবিবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চারজন লোক ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুলিবিদ্ধ আরও দুজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে একজন মৃত্যু বরণ করেন।

থেম্বেলিহেলে পৃথক ঘটনায় আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মোবাইল ও সাইকেল ছিনতাই হয়েছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ হামলার ঘটনায় আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করে বলেন, ভুক্তভোগীরা সেসময় বসেছিল। কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা করা হয়েছে।
ওয়েস্টার্ন কেপ প্রদেশের খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনটি খুনের ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Back to top button