
আন্তর্জাতিক
আফগানিস্তানের মাটি থেকে আর অন্য দেশে সন্ত্রাস নয়: তালেবান প্রধান
অন্য কোনও দেশে হামলা চালানোর জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। বুধবার এ কথা জানিয়েছেন আফগান তালিবান প্রধান মোল্লা হাইবাতুল্লা আখুন্দজাদা। পবিত্র ইদ-উল-আজাহা (কোরবানির ইদ)-র আগে তালিব বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ এবং বিশ্বকে আশ্বস্ত করে বলছি, আমরা কাউকে আমাদের মাটি ব্যবহার করে অন্য দেশের নিরাপত্তার সঙ্কট তৈরি করতে দেব না। আমরা অন্য দেশকেও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য বার্তা দিচ্ছি।’’
আখুন্দজাদা সরাসরি ভারতের নাম করেননি। তবুও মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। কারণ, মোল্লা মহম্মদ ওমরের জমানা থেকে একাধিক বার কাশ্মীরে সক্রিয় পাক জঙ্গিগোষ্ঠীগুলির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে তালিবান। ১৯৯৯ সালে ভারতীয় বিমান ছিনতাইকারী জঙ্গিদের কন্দহরে আশ্রয় দিয়েছিল তারা। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলেরও সমালোচনা করেছিল তালিবান। [ সূত্র: আনন্দবাজার ]
উল্লেখ, গত ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর প্রথম সাংবাদিক বৈঠকেই ‘বার্তা’ দিয়েছিলেন তালিবানের প্রধান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ। স্পষ্ট বলেছিলেন, ‘‘আফগানিস্তানের মাটিকে আর অন্য কোনও রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।’’ এ প্রসঙ্গে সরাসরি কাশ্মীর সমস্যা এবং ভারত-পাক সঙ্ঘাতের কথাও তুলেছিলেন তিনি। জবিউল্লা বলেছিলেন, ‘‘কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরের প্রতি আমাদের কোনও নজর নেই। আমরা এখন কারও সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করতে চাই না।’’