জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো বরাদ্দ বাড়লো

বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে আরো এক হাজার মে. টন চাল,নগদ ২ কোটি টাকা এবং ৪’শত বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ প্রতিটি জেলার জন্য ৫’শত করে এক হাজার মেট্রিক টন চাল,এক কোটি করে নগদ দুই কোটি টাকা এবং ২’শত বান্ডিল করে মোট ৪’শত বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়াও প্রতি বান্ডিল ঢেউ টিনের সাথে আবশ্যিকভাবে ক্রসড চেকের মাধ্যমে নগদ প্রদানের লক্ষ্যে ৩’হাজার টাকা করে মোট এক কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button