বিনোদুনিয়া
আহত হয়ে হাসপাতালে শ্রীলেখা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র দুর্ঘটনায় আহত হয়েছেন।
বর্তমানে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দুসংবাদ শেয়ার করেছেন।

সেই ছবির ক্যাপশনে লিখেছেন, এটা কোন শুটিংয়ের দৃশ্য নয়, বাস্তাবেই আমি এখন হাসপাতালের ফ্লোরে। ডাক্তারদের আমি হাসিমুখে ধন্যবাদ জানাই।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলেখার সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। সেই কথাও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ভক্তদের।
তবে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বড় কোনো দুর্ঘটনার কবলে পড়েননি। তাই সে রকম কোনো ক্ষতিও হয়নি। তবে কপালের কাছে কেটে গেছে। অল্পের জন্য বেঁচে গেছে চোখ। ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই অবশ্য নিজের সেই দূর্ঘটনার ছবি শেয়ার করেছেন তার ফেসবুকে।



