জাতীয়

পদ্মা সেতুর ওপর মূত্রত্যাগকারীকে খুঁজছে পুলিশ

রবিবার পদ্মা সেতুতে যানচলাচলের প্রথম দিনে এক যুবকের মূত্রত্যাগ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, মূত্র ত্যাগ করা ওই যুবককেও খোঁজা হচ্ছে।
রবিবার দিবাগত রাতে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, পদ্মা সেতুতে এক যুবক মূত্রত্যাগ করেছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে আমরা শনাক্তের চেষ্টা করছি। তাকেও আইনের আওতায় আনা হবে।
এর আগে পদ্মা সেতু থেকে নাট-বল্টু খুলে নেওয়ার অভিযোগে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয় বায়েজিদকে। তার বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বাড়ি পটুয়াখালীতে।
এছাড়াও নাট-বল্টু খোলে নেওয়া ভাইরাল হওয়া ভিডিওর আরেক যুবককেও খুঁজছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button