বিনোদুনিয়া

অভিনেতা রাইমোহনের ঝুলন্ত দেহ উদ্ধার

ভারতের ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিরেখা ওঝার ‘আত্মহত্যা’র সপ্তাহও পার না হতেই এবার জনপ্রিয় অভিনেতা রাইমোহন পারিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) সকালে ভুবনেশ্বরের প্রাচী বিহারে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মরদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্ভবত ‘আত্মহত্যা’ই করেছেন রাইমোহন পারিদা।

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা, সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। রাইমোহন স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।

‘পাকা কম্বল পট ছাট্টা’ দিয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন রাইমোহনের। এরপর একে একে সাগর, সিঙ্গা বাহিনি, সুনা ভাউজা, মেন্টাল-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।একশো’র বেশি ওড়িশা সিনেমায় অভিনয় করেছেন রাইমোহন। শুধু ওড়িশাই নয়, বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

 

Related Articles

Leave a Reply

Back to top button