জাতীয়

ভারতের এনআরসি নিয়ে বিএনপির উদ্বেগ

ভারতের নাগরিক পঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বিএনপি। সংবাদ সম্মেলন করে বিএনপি বলেছে, এনআরসি কেবল সংখ্যালঘু মুসলমানদের টার্গেট করেই প্রণয়ন করা হয়েছে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ কেবল ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ধীরে ধীরে গোটা উপমহাদেশকে অস্থিতিশীল করে তুলবে।

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক্ত্ব আইন ও এনআরসি নিয়ে বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরা হয়। ভারতের লোকসভায় বাংলাদেশ, বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য প্রত্যাহারের দাবিতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘‘বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি ভারতের পার্লামেন্টে বলেছেন, ‘বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় সেখানে ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। নির্যাতনের শিকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভারতে পালিয়ে এসেছে।’ তার এই বক্তব্য আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’’

তিনি আরও বলেন, ‘ভারতের বর্তমান সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশের জনগণের পরিবর্তে নতজানু আওয়ামী লীগ-সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশি আগ্রহী।’ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ভারতের অমুসলিম সম্প্রদায়ের বিবেকবান মানুষও এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী সমালোচিত ও নিন্দিত হচ্ছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী অনেক দেশ ও বিবেকবান জাতিগোষ্ঠী এমন বৈষম্যমূলক আইনের কারণে উৎকণ্ঠিত।’

ফখরুল আরো বলেন, ‘হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে অমিত শাহ বাংলাদেশ ও বিএনপির কাঁধে বন্দুক রেখে মিথ্যাচারের মাধ্যমে সম্পূর্ণ শিষ্টাচার বহির্ভূতভাবে এ অঞ্চলের রাজনীতিকে একটি অসুস্থ পরিবেশের দিকে ঠেলে দিয়েছেন।’ বিএনপির মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই পরিস্থিতি বাংলাদেশের জন্য আর একটি রোহিঙ্গা সংকটের সূত্রপাত হিসেবে আবির্ভূত হয়েছে। এমনিতেই ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত। এর ওপর এনআরসি সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাদের ব্যর্থ পররাষ্টনীতির প্রমাণ হিসেবে যেভাবে নির্বিকার রয়েছে, তা স্পষ্টতই আমাদের জনগণ, সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী অবস্থান।’

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে ভারতীয় পার্লামেন্টে যে অসত্য বক্তব্য দেওয়া হয়েছে, ভারত সরকার তা অবিলম্বে প্রত্যাহার করে নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button